আজ বৃষ্টি হল কিষাণ পাড়ায়
ভিজলো কাঁথা, বালিশ, চাঁদর
শীতের পাহাড় নামলো আঁধার বেঁয়ে
কেউ রাখেনি একটু খানি খবর।


পাঁজর ভেঙ্গে গাজর ফলায়
লাল টমেটো সফেদ মুলায়,
সব মানুষের ঘরের চুলায়
দু'হাত ভেঙ্গে আগুন জ্বালায়।


আমার দেশ কৃষক বাঁচায়
না খেয়ে সে মোদের হাঁসায়,
রিক্ত কৃষক সিক্ত চোখে
দুঃখ কষ্টে চুপ থেকে যায়।


রোগে শোকে কেউ দেখেনা
কৃষক থাকে একলা পড়ে,
পেটের ক্ষুধায়, ভোটের দিনে
উঠেন রাজা...... নড়ে চড়ে।