সময়ের হাত পা যদি বেঁধে রাখা যেত!
দৃষ্টির আড়াল হতে না তুমি;
মানুষ হত না বেরঙ কষ্টের চাষী,
ভালবেসে বেসে আজন্ম লিখতাম অঝোর কবিতা
অবিনাশী;
অপটিক লেন্সে তালা বদ্ধ হত না আমার দু'আঁখি...
ঘুণপোকা কেটে কেটে ঝরাতো না স্মৃতি';
ঝড়ে প্লাবনে হত না হাবুডুবু খেলা।
শস্যের গলা টিপে
কংক্রিট দুঃসময় দাঁড়াতে পারত না আকাশের নিচে,
ডিজিটাল কালচারে ভরত না ঘর
আণবিক শাসকের হাতে কভু ধর্ষিতা হত না
পৃথিবীর সব সবুজ-শ্যামল।

সময়ের হাত পা যদি বেঁধে রাখা যেত!
কৈশোরে-ই যদি ফ্রিজ হওয়া যেত......!!!