যে কষ্ঠ  গুলো বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে
নিয়ত করে যাচ্ছে খাক,
আমি তার নির্বাপণ চেয়েছিলাম
বাতাসের কাছে এবং বৃষ্টির কাছেও,
সমুদ্রের নোনা জলে সাঁতরে দেখেছি বুকের আগুন
হয়েছে আরো বেশি রক্ত খেকো, বৃষ্টিতে ভিজেছি
ফায়ার ব্রিগেড ডেকেছি কতবার,
কোথাও একটু শান্তির ছোঁয়া খুঁজে পাইনি আজও;


আমি প্রতিদিন ডিকশনারি ঘেঁটে ঘেঁটে
সেই কষ্ঠের প্রতিশব্দ খুঁজি,
উপমা খুঁজি কবিতায়, আমি ব্যর্থ হই  
পাঁজরে  আগুনের উত্তাপ বাড়ে
আমি নির্বাক দগ্ধ হই,
পোড়ে পোড়ে আমার ছাই ভস্ম বাতাসে উড়ে
আমি কাউকে কিছুতেই বোঝাতে পারিনা
মানুষেরাই তো অহরহ পোড়াচ্ছে মানুষ ;


আমি বিংশ শতাব্দীর মানুষ একবিংশে এসে
হারিয়েছি পথ এক প্রেম হীন যন্ত্র মানবের গ্রহে
যেখানে মানুষ নেই, ভালোবাসা নেই
আছে শুধু মানব শ্মশান।