কাঁচের চুড়ির মত তুমি ভাঙতে পার মন
বেহালার তারের টুং টাং শব্দের মতন
তুমি হাসাতেও পারো
অশ্রুজলে ভাসাতেও পারো,
তুমিতো রহস্য সৃষ্টির, তোমারে চিনিছে ক'জন।


তুমি সুখেরও, ভালোবাসারও
তুমি কষ্টেরও, তুমি প্রাণ খোলে হাসারও,
তুমি কখনও ঘরের অমাবস্যা-অশান্তি
কখনও চাঁদনী, দীর্ঘ রাতের প্রশান্তি,
তুমি যুগ যুগের মানুষের প্রার্থনারও।


নারী, তুমি শুধু তুমিই
অগাধ সমুদ্র জলের মতন এক ব্যাখ্যাতীত স্রোতই।