জীবন গেছে
ছায়ার পিছে
কেউ বলেনি পথের দিশা ভুল,
মিথ্যে আশায়
স্বপ্ন নেশায়
রোজ ছিঁড়েছি সদ্য ফোটা ফুল।


পুঁজির খাতা
শূন্য পাতা,
রিক্ত হাত অসুখ ভরা দিন,
তৃষ্ণা ভরা
বুকে খরা,
হচ্ছি বসে অন্ধকারে লীন।


ক’দিন পরে
মনের ঘরে
জমবে ধুলো বালির বাস,
কে করবে স্মরণ
আমায় তখন
ফুরিয়ে গেলে বুকের শ্বাস।


কবর ঘরে
অন্ধকারে
সঙ্গী সাথী স্বজন হীন,
জীবন তখন
হবে ক্যামন
..................অন্তহীন ?