মধ্য রাত্রির অলস নিথরতা ভাঙ্গে
শেয়ালের হাঁকডাক,
ভেঙ্গে যায় প্রকৃতির ঘুম;
কুকুরের ঘেউ ঘেউ - অন্ধকার ছিঁড়ে
হয়ে উঠে তুমুল প্রতিবাদ মুখর,
অস্তিত্ব সংকটে....


মানুষের হাত ধরে দুর্ভিক্ষ হাটে
বনাঞ্চল জুড়ে,
ত্রাহি ত্রাহি কলরবে নিরস্ত্র প্রকৃতি
পাখিদের মিছিল
অস্তিত্ব বিলুপ্তির প্রতিবাদে অনশনরত যুবা ফুল
চারা গাছ, হরিণ হরিণী,
বৃক্ষের ডালে ডালে রাক্ষুসে হাতের নখাঘাত
বিক্ষত শরীরে সুন্দরী, অর্জুন, ইউকেলিপটাস
অশ্রু সজল গণিকার মত;
লোলুপতা চোখের অতিবেগুনী রশ্মি
পুড়ায় সবুজ পাতার স্নিগ্ধ সুভাষ- অক্সিজেন,
কামনার আগুনে ঝলসে যাচ্ছে নদী-জল
বিল হাওর,
বিরান বন ভূমির পানে চেয়ে মুচকি হাসে
মানুষের দুঃসময়।


ব্যাংক লকারে ডলার বাড়ে স্তূপে স্তূপে
ঘুণ পোকা নিঃশব্দে কেটে চলে অস্তিত্বের শেকড় ।