দুচোখে ঘুমের ঘোর
তবু পথের ঘাসে ভিজিয়ে চোখ
রাত জাগি,
ক্লান্তি জমা করে করে অক্লান্ত হই
সুপ্ত স্বপ্ন গুলো ছিঁড়ে
চোখে চশমা পরি,
কৈশোর থেকে যৌবন ছুঁয়ে
পঞ্চাশের ঘাটে পদচ্ছাপ রাখতেই
শরীরে অলস নদীর নিথর
স্বপ্ন বোনা,
ঘুড়ির বদলে স্মৃতি উড়ানো আর
তন্দ্রা দেবীর অপেক্ষায় রাত জাগা।