বাতাসের কোনো ঠিকানা নেই, ক্লান্তিও নেই
নির্ঘুম ছুটে চলে, আকাশ পাতাল সব খানে,
কখনও প্রেমের ছুঁয়া দিয়ে মুগ্ধ করে যায় মানুষের মন
কখনও দ্রোহে ভাঙ্গে ঘর;
কোথাও নাম তার টাইফুন, কোথাও হ্যারিকেন
ঝড় জলোচ্ছ্বাসে কখনও সে হন্তারক;
তীব্র শীতে যেমন কাঁপায়
গরমে মুছে দেয় ঘাম,


পাহাড় সমুদ্র আকাশের মেঘ
প্রাণী জগতের সবাই চিনে তারে এক নামে,
রুহের খোরাক।