মন হরণের হাসি তোর
রাখনা তুলে দরাজে,
না হয় কোনো ব্যাংক লকারে
কিংবা ঘরের ফ্রিজে;


সাল ফুরালে পড়বে ঝরে
হাসির রঙটা ফিকে,
হাসবে লোকে মলিন ঠোঁটে
কাঁদবিরে তুই শোকে;


বয়সটা যে বেহতা নদী
হয়না কারো আপন কেউ,
দিন ফুরাবে কালের স্রোতে
সামলে নে তুই হাসির ঢেউ;