আমিতো আছি সেই আমার মতোই
পেকেছে চুল
বাড়েনি বয়স
হৃদয়ে জমেছে ধুল,
দু’চোখে অলস
সপ্নেরা হাঁটে
চশমার চৌকাঠে
দেখি সব ফেলে আসা ভূল,


আমিতো আছি সেই আমার মতোই
নিঃশব্দে চলি পথ
ক্লান্ত পারাবত,
শুকনো পাতার মতো ঝরি
লুপ্ত বিশ্বাসের কাছে ফিরি
ঘরহীন রাতভর
একটা ঘরের কামনা করি,


আমিতো আছি সেই আমার মতোই
ঘামে ভেজা বুক
অশ্রু সিক্ত চোখ
রোদের আড়ালে খুঁজি
জীবনের পূঁজি
এক মুঠো ভাত
প্রেমের প্রপাত/