যেদিন থেকে বুঝতে শিখি
সেদিন থেকেই ফুটপাতে,
কেউ রাখেনা আমার খবর
খাই বা না খাই দিনরাতে।


আদর সোহাগ প্রেম পীরিতী
এসব ছাড়াই দিন কাটাই,
লোকে বলে নষ্ট ছেলে
নাম দিয়েছে টোকাই।


ডাস্টবিনের ময়লা খাবার
বাসি হোক তাতে কী আর,
পেটের জ্বালায় সবই চলে
ভালো মন্দ কারে বলে।


ঠিকানা আমার নেইতো কোনো,
নদীর এপাড় ওপাড় দু’নো,
চষে বেড়াই দুহাত পেতে
কেউ যদি দেয় কিছু খেতে।


ডাস্টবিনের পাশেই আমার
ঘুমিয়ে পড়ার ঘর,
রঙ্গিন বাতির মিছিল দেখি
রোজ সন্ধার পর।


রোগ বালাইয়ের ভয় করিনা
মনে স্বপ্ন চাষ করিনা,
ঘর দেখিনি, ঘরের ভেতর
আমিতো আর বাস করিনা।