উনিশ—কুঁড়ির বয়সে
কাটতো দিন উল্লাসে,
নদীর পারে বসতো মেলা
মেয়েরা সব খেলতো খেলা,


খিলখিলিয়ে হাসতো‘পরি’
খেলতো লুকোচুরি,
গাইতে গান বাসতো ভালো
দেখতে ছিলো চাঁদের আলো,
দেখা হলেই বলতো হেঁসে
উনিশ—কুঁড়ির বয়সে।

ছুটতো একা তীব্র বেগে
স্বপ্নে দেখা মেঘের দেশে
চুল গুলি তার নাচতো হাওয়ায়
ডাকতো কাছে বিষণ মায়ায়,


চোখ দু’টো তার ছিল লাজুক
মনে হতো শাপলা ঝিনুক,
দেখা হলেই বলতো হেঁসে
উনিশ—কুঁড়ির বয়সে।

গ্রামের মেয়ে থাকতো গাঁয়ে
পরতো নুপুর পায়ে
ছেলেরা সব মারত লাইন
করত না সে মাইন্ড,
দেখা হলেই বলতো হেঁসে,
উনিশ—কুঁড়ির বয়সে।