কথায় কথায় হাজার দশেক বার বলেছিলাম
তোমারই মত...
কেউ একজন স্বপ্ন আমার,
ঠিক তোমার চোখের মত এক জোড়া চোখ
আমারে ইশারায় বিমুগ্ধ করুক,
তোমার ঠোঁটের মত এক জোড়া ঠোঁট
আমারে কাছে ডাকুক,
তোমার শরীরের ঘ্রাণের মত মাদকিয় নেশা
আমারে আচ্ছন্ন করুক,
সারাদিন – সারারাত
জীবনের প্রতিটি প্রহর ঠিক তোমারই মত
কেউ একজন...
যে তোমার মত হাঁসতে পারে,
খোলা চুল বাতাসে উড়াতে উড়াতে বারান্দায় দাঁড়িয়ে
উচ্চস্বরে কবিতা পড়তে পারে,
আদরে আহ্লাদে যে ঠিক তোমার মত কাছে টানতে পারে
অথচ তুমি নও কেন...
এই একটা কথা তোমাকে বুঝাতে না পারার ব্যর্থতা
আমার মৃত্যুতেই পোড়ে হবে শেষ।  


কেবল তুমিই হতে পারো তোমার মতন
এই সহজ কথাটা
তুমি কি সত্যি বুঝতে পারোনি সেদিন ?