ভালবাসা ফুল হয়ে ফুটুক
আষাঢ় শ্রাবণেও, খরা প্লাবনেও
পদ্মার ভাঙ্গনেও,
রিক্ত মানুষের সিক্ত চোখের অশ্রুতে
নিরন্ন শিশুদের বেদনার অরণ্যে
ঘামে ভেজা মায়ের আঁচলের গন্ধে
ভালোবাসা ফুল হয়ে ঝরুক;


ভালোবাসা ফুল হয়ে ফুটুক
পথের পাথরেও, রাতের আঁধারেও,
কংক্রিট শহরেও,
শ্মশানের আগুনেও,
পাশবিকতার ঝলসানো ক্ষতে,
বৈশাখী কালো মেঘ
সোনালী ধানের শীষে প্রেম হয়ে ঝরুক;


ভালোবাসা ফুল হয়ে ফুটুক
পথে প্রান্তরে, মসজিদ-মন্দিরে,
চেতনার বালুচরে,
মানুষেরা সময়ের শ্রেস্ট মানুষ হয়ে উঠুক।।