রোজ কিছুটা সময় সযত্নে তুলে রাখি
তোমার জন্যে
ব্যস্ততা ভেঙ্গে একটু একটু করে জমা করি
ফুরসত, রোদের কিরণ মুঠো ভরে রেখে দিই,
তোমার জন্যে,
রাত জেগে মনে যত আলপনা আঁকি
তুমি তার স্পন্দন হয়ে
সম্মোহনে থাকো সেই কুমারী নদী......


স্মৃতির ঝাপসা জলোচ্ছাসে ভিজে ভিজে
অপরাহ্ন যাচ্ছে পেরিয়ে বিকেলের ভাঙ্গা পাঁজর,
দুচোখের সীমানা জুড়ে
অনাবিল আকাঙ্ক্ষা পোড়ে,
জীবনের শেষ দৃশ্যে তুমি নেই তাই
নিরস বসন্ত আমার আঁখি জলে ভিজে......