আমরা চোখের সম্মুখে অনেক মানুষ দেখলেও
আমরা মূলত একা; বড্ড একা; খুবই একা
আমরা ভাবি আমাদের এ আছে, ও আছে, সে আছে
আসলে আমাদের কেউ-ই নেই।
আমরা ভাবি আমাদের প্রিয়তমা স্ত্রী আছে
সেও কী পুরোটা বুঝতে পারে আমাদের?
আমরা ভাবি আমাদের বাবা-মা আছে
আদতে তারাও কী আমাদের ব্যর্থতাগুলো নেয়?
আমরা ভাবি আমাদের ছেলে-মেয়ে আছে
অথচ তারা ব্যস্ত তাদের ব্যস্ততা নিয়ে।
আমরা মনে করি আমাদের বন্ধু-বান্ধব আছে
কিন্তু এরা তো নিজেদের নিয়েই দুশ্চিন্তিত সময় কাটাচ্ছে
আমাদের সাথে আড্ডা দেয় তারা একান্তই তাদের জন্য।
আমরা ভাবি আমাদের চারপাশে স্বজনের অভাব নেই
অথচ কঠিন অসুস্থতাতে তাদের পাশে পাওয়া কঠিন হয়ে পড়ে।
আমরা যারা সেলিব্রিটি, আইকন; তারা ভাবি-
আমাদের চারপাশে কত শত মানুষ
ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম সব আমাদের দখলে
কিন্তু খারাপ সময়ে ঠিক কতজনে পাশে থাকে বলুন?
কতজনেরইবা পাশে থাকার সুযোগ আছে?
আমরা সাধারণ মানুষ, শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ যারা আছি
আমরা প্রত্যেকেই একটা সময় ভিড় হারিয়ে প্রচণ্ড একা হয়ে উঠি
হয়তো কেউ চাঁদের মতো একা হয়ে উঠি
হয়তোবা কেউ নদীর মতো মতো একা হয়ে উঠি।
আসলে আমরা সবাই একা; খুবই একা
আর এই একটা কারণেই আমরা ভীষণ খারাপ থাকি
নিদারুণ সত্য হলোÑ একা একা ভালো থাকা যায় না
কিন্তু একা একাই ভালো থাকার চেষ্টা করতে হয়
জীবনে এই চেষ্টাটুকু নিয়েই টিকে থাকতে হয়।