ওসব ফালতু কথা - ঘর মানে হিসেবের খাতা
ওসব ফালতু কথা - ঘর মানে ঘুরঘুর ঘানি
ঘর মানে কিছু নয়, ঘরণীই থাকে সব মূলে
এই যেমন আমি রাজা, মূলে তার ছোট্ট এক রানী


রানীর ব্যথাটি শুধু শুনে যেতে হবে চুপচাপ
রানীর খোঁপাটি শুধু ভরে দিতে হবে ফুলে ফুলে
সিংহাসনখানিটুকু পাশে তার রেখে দিতে হবে
আর কিছু কাজ নেই, তোমার মতন তুমি চলো


কে বলে কবিটি মানে ভবঘুরে, ঘুরে ফিরে বউ
কে বলে বউয়ের সঙ্গে হয় না প্রেম, ঘটা করে হয়
বউয়েরই আসল নাম প্রেমিকা, যে-কবি মনে রাখে
সে-কবি কবিতা লেখে, অন্য সবে করে ঘেউ ঘেউ