বিরহ এতটা মধুর হবে কে জানে
শূন্যের বাগিচা থেকে নেমে আসবে
ফুল, প্রজাপতি


হাওয়ায় হাওয়ায় উড়বে খুশবু-পালক
কে জানত,গলে যাবে এতটা পাথর ?


ছায়াপাখির সঙ্গে, দেখো, ছায়াপাখির
যুদ্ধ তো শেষ হবার নয়


না জয়, না পরাজয়


একটু ফুঁ দিলেই নিভে যাবে সূর্য আর
জ্বলে উঠবে চাঁদ, কে জানত


কে জানত,পালিয়ে যেতে যেতে একদিন
তোমারই কোলে হুমড়ি খেয়ে পড়বো !