মাটির সঙ্গে মাটি হওয়ার এই সাধনা
চিরকালের
ফুল ফুটবে বলেই সূর্যোদয়ের আগে
উঠে পড়ো তুমি
জল ও জমির পাড়ে স্থির দাঁড়িয়ে থাকো
যুগের পর যুগ
আকাশ জানে, মাটি জানে
আসলে কে তুমি, কেন এই বৃষ্টিপাত
নিজেকে সেচন করতে করতে
করতে করতে
একসময় সচ্চিদানন্দ হয়ে ওঠো তুমি