ছাতাটি রঙিন ছিল
আর সব বৃষ্টিরঙ, শাড়ি -


সে-ও তো জলের সঙ্গে
মিশে থাকা জল, তবু তারই


অনন্য পাড় ঘেঁষে দাঁড়ালাম
বললে - চলো, যাই


ছাতা কী সহজে দুটো তপ্ত মন
একত্রে ভেজায় !