কে দাঁড়ায় কার পাশে


অগ্নিদূত ছাই ফেলে উড়ে যায়
আকাশে আবার


অঙ্ক মেলেনি আজও


একা একা পুড়তে থাকে
চেতনার ধূপ


ঘরময় নীরবতা


অরণ্যের ঝোপ থেকে ফণা তোলে
তোমার আরাধ্য সাপ


অতি সন্তর্পণে ছুটে আসে
আমার নেউল


অসম যাপন নিয়ে এক ঘরে
আমাদের বাস