বরফের ওপরে বরফ
তার ওপরে শুয়ে থাকবো আমি


আর কী সহজ পথ আছে বলো
এতটা সরল সাদা পথ


যা-কিছু দুঃখের বোঝা চাপিয়ে দাও
আমার ওপরে


যা-কিছু আনন্দ জমে হিম হোক
হিমচোখে চোখ রাখো তুমি


দেখো কী মসৃণ এই করতল
কী ঠাণ্ডা ছুঁয়ে দেখো সমস্ত শরীর


যে দিকে ইচ্ছে টেনে নিয়ে চলো -


আমি তো তোমার হাতে ছোট্ট এক
খেলনা-স্লেজগাড়ি