যতদূর হেঁটে যাস
পায়ে পায়ে নাড়ি-পোঁতা ঘর
কাঁটাতার দিয়ে মোড়া
হে জমিন, তোর কণ্ঠস্বর


শুনেছে কি রুগ্ন চাঁদ
ছায়াপথ, দূর বনে পাখি
কিছুটা জন্মের শোক
কিছুটা মৃত্যুর সুখে ঢাকি


এ-জীবন দেখ তুই
এ-জীবনই চেটেপুটে খাক
দেহে তোর যত তাপ
মনে তোর যেটুকু নাপাক