গুড়গুড় মেঘ ডাকছে

ভয়ে ভয়ে ভালোবাসার মন্ত্রটা
আরেকবার জপ করি

রাস্তা থেকে ধুলোয় নামি
ধুলো থেকে ঘাসজমি
হাতে হাত রাখি, চোখে চোখ

চার চোখের আগুন এক হয়ে
খেয়ে ফেলছে তোমাকে আমাকে

বৃষ্টি নামুক জোরে, আরো জোরে
আরো আরো জোরে

বৃষ্টিভেজা মাটি থেকে
সহজ স্নিগ্ধ দুটি আধফোটা পাতা নিয়ে

চারাগাছটির মতো
আরেকবার জন্ম নিই, এসো