না-বলা কিছুই নেই
খুলে যায় অন্ধ যত কূপ
বনে ও বনান্তরে যত পাখি
যা-কিছু অব্যক্ত ব্যথা, রূপ


ভাষার অনন্তে কাঁপে
খোলে মুখ হাওয়া অনুপ্রাসে
চরাচর জুড়ে তুমি -
না-বলা অযুত কথা ভাসে