মাঝে-মাঝে তোমার ঠোঁটের কোণায়
জ্বলে ওঠে একটা উজ্জ্বল নক্ষত্র


জানি না কোথায় পেয়েছ ওটা
কীভাবে লুকিয়ে রাখো এত এত মানুষের
জগতের দৃষ্টির আড়ালে


শুধু সেই নক্ষত্র-জ্বলার ক্ষণে
পৃথিবীকে এত ছোট মনে হয়, যেন
হাতের মুঠোয় তাকে সহজেই
ধরে রাখা যায়


আর বুঝতে পারি, কিছু কিছু নক্ষত্র
সূর্যেরও বহু গুণ বড়