পথে এসে দাঁড়াতেই তুমি পথ
নিজের ভেতরে এক চঞ্চলতা টের পাও
দয়াময় ওই পথে যায়
ওই যে বিহ্বল নদী, ছায়াপথ
ঘুঙুরের ধ্বনি থেকে জেগে ওঠা সুর
ওরা জানে স্বপ্নময় তুমি
ওরা জানে গাছ থেকে গাছে ওড়া পাখি
ঘাস থেকে ঘাসে ওড়া নীল প্রজাপতি
সবই নিত্য, সহজাত ব্যথা
সবই প্রেম, পূর্ণতর জীবনের মায়া