স্বাধীন  হইনি আজও -
এদেশের মা-টি কেঁদে ওঠে
এখনও আমার বুকে
পৈশাচিক কাণ্ড যত ঘটে


হস্টেলের ছাদ থেকে
পড়ে গিয়ে নেভে স্বপ্নদীপ
মেধার চত্বরে এত অন্ধকার
কে জ্বালাবে দীপ


এসো হে সুভাষ এসো
বিপ্লবী তুমি ক্ষুদিরাম
তোমাকে লড়াই করে
যেতে হবে আজও অবিরাম


আজও যারা পথে পথে
মায়েদের করে অপমান
তাদের বিরুদ্ধে লড়ো
এসো বীর ভারতসন্তান


ধর্মের নামে যারা
করে লুঠ, করে হানাহানি
তাদের বিরুদ্ধে লড়ো
দেশ থেকে দূর করো গ্লানি


এই দেশ সম্প্রীতির
এই মাটি মানে ভালোবাসা
এদেশ দেখাতে
পৃথিবীকে যত আলো, আশা


হাতে হাত ধরি এসো
এই দিনে করি গো শপথ
সরিয়ে জঞ্জাল সব
খুলে রাখি মুক্তির পথ