তওবা করছি ও গো মেহেরবান
তোমার বেহেশত ছেড়ে আর আমি যাবো না কোথাও
একটি দোযক থেকে আরেক দোযকে ঘুরে
তারপর আরো আরো অনেক দোযক ঘুরে আগুনে পুড়েছি
চামড়া গলে গেছে দেখি কতবার
হাড় মাংস রক্ত সব শরীরের এক হয়ে গেছে
কালো কয়লা হয়ে গেছে মুখ
তারপর ফিরে এসে তোমার উঠোনে যেই পা রাখি
নিজেকে চিনতে পারি
আবার আগের মতো ঠিকঠাক করে দাও তুমি
আবার আগের মতো তোমার বাগানে দেখি
থোকা থোকা ফল ফুল, পাখির কূজন, ঝরনা
বেহেশতের টুকরো এক নূরের পৃথিবী
তওবা করছি ওগো মেহেরবান
যতই ডাকুক ওই জাহান্নাম
আর আমি তোমার বাগিচা ছেড়ে
কোত্থাও যাবো না