এত যে দুঃখের তাপ
কে পোহাবে এত রুক্ষ হাওয়ার দাপট


মনোবাসনারই অঙ্গ ছিলে তুমি
ছিলে প্রাণ, প্রাণের লাবণ্যভরা পট


কে মেটাবে জন্মঋণ, এত অশ্রু
এত এত ক্ষয়


জরাজীর্ণ পাতার আড়ালে
তবু যে লুকিয়ে রাখো দিব্য ফল
সেই সত্য


আদি গঙ্গা বয়ে যায় খালে