এই সুর, এই সমর্পণ, এই পারস্পরিক বোঝাপড়া
সবই নির্ধারিত তোমার জন্য, আমার জন্য


এই সূচনা, একটা যুগের, একটা জগতের
একটা আকস্মিক সম্মিলনের


এটাই বিস্ময়, খুটখাট খুলে যাচ্ছে অনন্তের দরজা


এই প্রাণ, এই প্রায়শ্চিত্ত, এই যে এত প্রেমের আকুতি
সবই আসলে এক-একটা অলৌকিক উপহার
তোমার জন্য, আমার জন্য


কে এতটা ভালোবাসতে পারে বলো
কে এতটা নির্ভরতা দেবে, বাইরে, ভেতরে


একটা জগদ্দল সরে যাচ্ছে
ওপারে ঝরনা, ঝিল, সবুজ গালিচা


সহজ ধারাটি দেখো, কী সুখে গাইছে গান
বনপাখি, সুরে সুরে মিশে যাচ্ছে আমাদের সকল কবিতা