প্রয়োজনের কারনেই মানুষ,
মানুষের কাছে আসে।
প্রয়োজনের কারনেই,
মানুষ মানুষকে ভালবাসে।


যদি না থাকতো এই প্রয়োজন,
তাহলে হতো না তোমার-আমার কাছে আসা,
তাহলে হতো না তোমার-আমার ভালবাসা,
দেখা হতো না কোন সুখের স্বপন।


প্রয়োজনের কারনেই মানুুষ কাজ করে,
প্রয়োজনের কারনেই মানুষ পৃথিবীতে বাস করে,
প্রয়োজনের কারনেই হয় দিন-রাত,
প্রয়োজন ছাড়া হতো না-
তোমার-আমার জন্ম, হতো না কারো মৃত্যু,
সবকিছু থাকতো বিশ্বাদ।


প্রয়োজনের কারনেই হয় সুর,
প্রয়োজনের কারনেই হয় গান,
প্রয়োজন ছাড়া ভরতো না কারো প্রাণ,
থাকতো না কারো প্রতি কারো টান।
তাই প্রয়োজনই প্রেম, প্রয়োজনই ভালবাসা,
প্রয়োজন ছাড়া থাকতো না কোন হিংসা, বিদ্বেষ,
থাকতো না কোন মান-অভিমান।।