এই জগতে অনেক মানুষ আছে যারা সর্বদা দিতে অভ্যস্ত,
নেবার কাল আসলেই তারা নিজেদের হাত সংকুচিত করতে হয়ে পরে ব্যস্ত.
আর যারা পাবার জন্য উদ্গ্রীব, তাদের অঙ্গুলী প্রসস্ত, গণণা করা যায় কর,
তারা পাঁচ থেকে পাঁচশ আঙ্গুল পেতে সারাজীবন বদ্ধপরিকর...


তারা যখন আমাকে বলে ভালবাসা দেবে, দেবে এক নতুন জীবন উপহার,
মূহূর্তে তাদের চরিত্রে বিভীষণের আত্নঃপ্রকাশ দেখি, অবিদিত হয় চারিধার.
তাদের এই নাটকীয় পংতিগুলি ঠেলে দেয় আমায় শত আলোকবর্ষ পাড়,
তখন নিজের ভিতর নিজেকে গুটিয়ে নিয়ে কাঁদি, বেদনায় করি হাহাকার ...


তবুও আমি আবেগের বশে বিস্মৃত হই, মানবিকতার দ্বায়ে তাদের ভাবি মানুষ,
ভুলে যাই তারা কেবল পাবার নেশায় উন্মত্ত, সামাজিক দ্বায়ভারে নেই তাদের হুঁশ.
ওরা অতিব্যস্ত একটা আমি থেকে আরেকটা বৃহত্তর আমির প্রতিষ্ঠায়, লিপ্ত নতুন কিছু পাবার আশায়্,
ওরা রপ্ত করেছে অন্যকে প্রয়োজনে ব্যবহার করা, হয়ে উঠেছে অমানুষ সারাজীবনের প্রচেষ্ঠায়...


হে মানব আর না হয় ভালবাসা দেবার মুকাভিনয় নাই করলে, নিয়েই থাকো জীবনে পরিতৃপ্ত,
প্রয়োজনে জীবন উজার করে দেব, যদি প্রতিশ্রুতি দাও দেবার কথা করবে না ব্যক্ত.
সবার হৃদয়ে নেবার বীজ থাকে না, তারা পারে শুধুই নিঃস্বার্থ ভাবে  দিতে,
যেমন সকল রাত্রি পূর্নিমার জোৎস্না পায়না, আকাশ কুয়াশাবৃতা হয়না সকল শীতে ...


(প্রকাশিত)