হারিয়ে যাওয়া এতই সহজ? এইতো সেদিন এলে,
রং-বেরং এর ধাঁধার খেলায় আমায় ডুবিয়ে দিলে।

কত সহজেই বয়ে গেলাম স্রোতের বিপরীতে,
সাহারার মাটিও শান্তি পায় এক পশলা বৃষ্টিতে।

জলের দরে ডুবেছিলাম, তোমার কথা ভেবে।
অবহেলার ফুল ফুটেছে, ভালোবাসার টবে।

সম্পর্কের পারদ গুলেছ, অভিযোগের কার্বনে।
সব কিছুই মেনে নিতে হয় যুদ্ধ আর প্রেমে।

কলঙ্ক আর ঘৃণা মাখিয়ে, মিশেও গেলে বটে।
ছাইয়ের ঘর আজ তৈরি করি বাতিল অ্যাশট্রেতে।