আমার একটা ছোট্ট শহর চাই
না, ঠিক শহর নয়
শহরের কাছে ক্ষুদ্র একটা যায়গা।
সুউচ্চ,ঈষৎ বিস্তৃত, ন্যাড়া অথবা বৃক্ষবহুল।
যেখানে থাকবে একটা উঁচু পাথর,
থাকবে দুর্বা ঘাসের চাদর,
থাকবে দোচালা কুঁড়ে ঘর।
যেখান থেকে দেখা যাবে শহুরে কুঠরি,
কুঠরির বাতির সফেদ আলো
আলোর ক্ষুদ্র রশ্মি।
যেখানে ম্লান চাঁদের আলোয়,
শহুরে আলো অবলোকন করা যায়।
অবলোকন করা যায় একা।
যেখানে
পৌঁছায় না শহরে কোলাহল
চারিদিকে মানবহীন অসীমতা,
দূর থেকে ভেসে আসে হুতোম প্যাঁচার ডাক,
শোনা যায় নেড়ি কুকুরের ঘেউঘেউ
অথবা অদূরের সমুদ্রে তীরে হারানো ঢেউ।
দেবে কেউ এমন শহরের খোঁজ.?
যেখানে বসে দিনের শেষে
সব দুঃখগুলো উড়িয়ে দেয়া যায় রোজ।