অন্ধকার ফুঁড়ে ভোর হলেই
দেখা মেলে কর্ম ব্যস্ততা।  
পিপীলিকা মতো গর্ত থেকে বের হয়ে
চলে ছড়িয়ে পরা পৃথিবী নামক গুড়ের দিকে।
ক্ষয়িষ্ণু মানুষ
কঘন্টার মৃত্যু ঘুম কাটিয়ে
রোজ ফেরে ফেলে যাওয়া কর্ম স্থলে।
দিনান্তে,
জীবন কি তা জানার আগেই
আবার ফিরে যায় অন্ধকার গর্তে।
অতঃপর  চলে সেই সূচির পুনরাবৃত্তি
দেহ ঘড়ি থামার পূর্ব মুহুর্ত অবধি।
জীবন যেন রেল গাড়ীর ইঞ্জিন
আপে এক কামড়া
ডাউনে আরেক
মাঝের বগির খোঁজও পায় না জীবনভর।