সেদিনও গাছ গুলোর  পাতা ঝরা ডালে
গজিয়েছিল কচি সোনালি পাতা।
দর্শক শ্রোতার উত্তেজিত কন্ঠস্বরে,
ভরে উঠেছিল ফুটবল মাঠের আনাচে-কানাচে।
আজও যখনি এই দিন ফিরে আসে
পাতা ঝরা ডালে দেখা দেয় নতুন পাতা,
ফিরে আসে ২২ মার্চ,
মনে পরে যায় তোর কথা।
কত কষ্ট হয়েছিল তোর ?
সে ব্যথা বুঝিনি,
তবে তোর প্রয়াণ যে ব্যথা এখনো দেয়,
তা বুঝি রোজ যখন তোকে খুঁজি।
তুই নেই, নেই সেই আদরটুকুও।    
ওরা কি বুঝবে ভাই ?
তুই কত প্রিয়  ছিলি।  
চোখের কত জল ঝরে এখনো?
ওরা তো হৃদয়হীন ভাড়াটে খুনি
প্রাণ নেয়াটাই ওদের আনন্দ খেলা।
কিন্তু যে প্রাণ তোকে গড়ে তুলেছিল
শত কষ্ট, হাজারো ত্যাগে,
যে প্রাণ তোকে মাটিচাপা দিয়েছিল
কাফনে মুড়ে অন্ধকার কবরে,
ওরা কি বুঝবে সে বাবার কান্না?
ওরা কি বুঝবে সে মায়ের বুকের ব্যথা ?
ওরা কি বুঝবে সে ভাইয়ের আত্মর্নাদ?
ওদের কাছে শুধু একবার জানতে চাই
কি দোষ ছিল তোর
কেন ছুরিকাঘাতে কেড়ে নিতে হলো প্রাণ ভ্রমর?