এই যে দেখ রৌদ্র ছানা
এনেছি মুঠি পুরে,
দূরন্ত এই ছানাটাকে
ধরেছি অনেক ঘুরে।


প্রভাত বেলায় জানালাতে
দেখা দিত রোজ,
ধরতে গেলে পালিয়ে যেত
পেতাম না আর খোঁজ।


রৌদ্র ছানা ধরতে মানা
কেউ যেন না জানে,
চুপটি করে শোন কথা
বলছি কানে-কানে।


দু'দিন হলো ঘুরছি পিছে
চায়না দিতে ধরা,
রোদের পিছে ঘুরতে গিয়ে
হলাম আধা-মরা।


অনেক ঘুরে দিন শেষে
হলাম আমি ক্লান্ত,
ধরতে পাই নি তাই বলে কি
হবো আমি ক্ষান্ত!


অনেক ভেবে জানালাতে
পেতেছিলাম ফাঁদ,
আমার ওমন বুদ্ধি বলেই
রৌদ্র ছানা কুপোকাত।


যেই না ছানা পালিয়ে যাবে
নিলাম মুঠি পুরে,
রৌদ্র ছানা ধরেছি আমি
দেখায় ঘুরে ঘুরে।


থামো থামো করছো একি!
মুঠিতে দিওনা হাত,
রৌদ্র ছানা পালিয়ে যাবে
হাত হলেই কাত।


করলে একি! দিলে তো ভাই
রৌদ্র ছানা ছেড়ে,
অনেক কষ্টে ধরেছিলাম
রোদের পিছে ঘুরে।