স্মৃতির নোনাজল ঠোঁট ছুঁয়ে গেলে
সুমিষ্টঘ্রাণে ভরে ওঠে সেরিব্রাল হেমিস্ফিয়ার।
নিউরনে নিউরনে অবগাহন করে
অস্তমিত সূর্যের স্বর্গীয় সুখ।
অথবা চিরতার আধ বুক তিক্ত জলে
দ্বীপ খুঁজে ক্লান্ত হয়ে যায়
আজন্ম সাঁতার জানা হোমো সেপিয়েন্স।
হোক সে ট্রয় নগরীর ধ্বংসস্তূপ
অথবা ফুলেল সজ্জিত রাজ উদ্যান
স্মৃতির অমোঘ সুতোয়
পরতে পরতে গেঁথে রয় জীবনের জয়গান ।