ভূপাতিত স্বপ্ন নিয়ে
কতক্ষণ কল্পনায় ওড়া যায় বলতে পারো ?
ডানা মচকানোর যে ব্যথা
তীব্র যন্ত্রণা দেয় অবিরাম,
ভাঙার চেয়ে সে কি বেশি নাকি কম ?
নবীন ডানায় ভর দিয়ে যে উড়ে যায় মহাশূন্যে
সে কি বুঝবে ভূপাতিতের যন্ত্রণা !
সে মচকানোর চেয়ে ভাঙা খুঁজতেই
সময় করে দেয় পার।
আড়ালের ব্যথা আড়ালেই থেকে যায়
সুতীব্র চিৎকার,
প্রতিধ্বনি হয়ে উৎসতেই ফিরে আসে বার বার।
একা সব কিছু সহ্য করতে হয় নির্জনতায় ভিজে
এ বেদনা ভোগে কেউ ভাগী নয়।
তবুও আজন্মকালের সাধ
কেউ দেখুক ভূপাতিতের কান্না।