আজকের দিনেই ভারত নাকি স্বাধীনতা পেয়েছিল,
ইংরেজ নাকি বলেছিল এবার তোমাদের জয় হলো।
কেমন স্বাধীন, কেমন মুক্তি,কেমন পেয়েছি ছাড়?
আজো তো কমেনি গরীবের প্রতি অমানবিক অত্যাচার !
আজো তো দেখি গোরাদের মতোই স্বজন পোষণ নীতি,
আজো তো দেখি নেতার পেছনে চাটুকারিতা যথারীতি।
আজো তো বেকার হাপিত্যেশ হয়ে অফিসের কড়া নাড়ে,
উচ্চশিক্ষার শংসাপত্র নিয়ে দাঁড়ায় নেতার দ্বারে।
বেকারের বাবা সুখের আশায় কাটায় বিনিদ্র রাত,
নাহ্য দাবির আন্দোলনে পুলিশের পদাঘাত।
আজো তো কৃষক সেচের তরে নভঃ পানে চেয়ে থাকে,
খরা, বন্যা, ঝড় ঝাপটায় অসহায় ভগবানে ডাকে।
আজো তো দেশে পথে ঘাটে দেখি ভূলুন্ঠিত মানবতা,
নির্জনে আজো অশ্রু ঝরায় নির্জাতিত নারী গাঁথা।
আজো তো গরীবের শূণ্য থালায় জোটেনা দুবেলা মাড়,
ভিক্ষার ঝুলি কাঁধে বয়ে বয়ে জীবনটা ছারখার।
গ্রামে গঞ্জে দেখি অসুখে বিপদে নিরুপায় ছটপটায়,
একটু সুচিকিৎসার অভাবে বেঘোরেতে প্রাণ যায়।
আজো তো ভোটার শোষিত হয় শোষন করে নেতা,
প্রায় শতবর্ষের মুক্ত দেশে, এ কেমন স্বাধীনতা?