বসন্তের মাঝে হালকা বাদল বৃষ্টি,
  আজকের আবহাওযার মতোই,
তার জীবনের জলবায়ুর পরিবর্তন ঘটেছে।


আজও একদৃষ্টিতে চেয়ে থাকে
      উদাসী মন নিয়ে.....
পাশের লাল শিমুলের চুড়া।
অবাধ বাতায়নে নিশ্চিত আগমন
বসন্ত বায়, রসাল মুকুল, পলাশের গন্ধ,
কোকিলের বিরহী কুহু তান।


এমনই এক বসন্ত দিনে
সিঁথির রঙ, হাতের কঙ্কন, নুপুরের নিক্কণ উধাও
উদর পীড়া গ্রস্ত ব্যাধির আক্রমণে
প্রিয়তমের বিচ্ছেদে।
অসময়ে নেমে আসে কাল বৈশাখী ঝড়, বজ্রপাত, জৈষ্ঠ্যের দাবদাহ খরা
     বসন্তর মাঝে।
আজ তার  বসন্তের আকাল।


কখনো একান্ত দ্বি প্রহরে
স্মৃতির গহীনে নেমে আসে
এক চিলতে হাসি ওষ্ঠের কোনে,
যখন আসে শেষ বসন্তের শেষ স্পর্শের স্মৃতি।
মনে পড়ে....
মাঠের ক্ষেতে মুখোমুখি বসিয়ে
নিজের হাতে খাবার খাইয়ে দেওয়া,
আঁচল পেতে প্রিয়তমের  মাথা ক্রোড়ে নিয়ে
প্রণয়ে ভেষে যাওয়া,
দুই বাহুর বেষ্টনে
সহস্র জল বিচ্ছুটির শিহরণ,
খিলখিলিয়ে হাসা সেই শেষ হাসি।


আবার চমকে তন্দ্রা ভাঙ্গে
ঝিরি ঝিরি বৃষ্টি অকাল বসন্তে।