শ্রদ্ধেয় কবি সঞ্জয় স্যারের "ইস্তিরি(স্ত্রী) কবিতাটির মন্তব্যের পাতায় লেখা।


১/
সবটাই ঠিক তবে ইস্তিদের নিয়ে একেবারে সঠিক,
হায়রে জীবন আর ভাল লাগে না এবার ধিক ধিক,
পান যেন কড়ামিঠা
মুখে পুরে চুন চাটা
প্রথম সুখে মুখে নিয়ে এমন ফেলে যেন, পানের পিক।


২/
ভাবছি এবার সন্যাস নিয়ে, বাণপ্রস্থে যেতে চাই,
আপনার মতো গুরু পেলে, ধরবো গিয়ে গুরুর পায়,
উদ্ধার করুন ওহে প্রভু
সংসার জীবনে যুবুথুবু
বাণপ্রস্থ ছাড়া এ জীবনে, বাঁচার কোন উপায় নাই।


৩/
গত কালকের আমার "দুটি লিমেরিক" এর প্রিয় কবি নাসিরউদ্দিন তরফদার(অনুব্রত কবি) মহাশয়ের মন্তব্যের প্রতি মন্তব্যে লেখা


মাতালের কথা বলবো কত বলতে লজ্জা পায়,
আবোল তাবোল প্রলাপ বকে লাজের মাথা খায়।
দেখি, পাশের ঘরে জামাই এলে,
নেশার ঘোরে বউকেও মা বলে,
শ্বশুরকে শালা,শ্বাশুড়িকে শালি,কি কান্ড যাচ্ছে তাই।