মরণ তোমারে পারেনা হরিতে
রবে তুমি সুরে গানে
কোকিল কণ্ঠী সুর সম্রাজ্ঞী
প্রতি ভারতীয়র প্রাণে ৷
যে সুরে আজও ময়ূর নাচে
যে সুরে শ্রাবণ আসে ৷
যে সুরে মধুর পবন বহে
সুবাস বাতাসে ভাসে ৷
তোমার সুরের ঝঙ্কার আজও
বহে চলে সারাদেশে
হয়তো তুমি চলে গেলে দূরে
নিয়তির পরিহাসে ৷
রেখে গেলে সুরের উর্মিমালা
শ্রাবণে ঝংকার তোলে
তোমার সুরের আবেশে আজও
লতাপাতা কথা বলে ৷
ধ্রপদীর সুরে তালিম সূচনা
কে এল সহগলে,
ভারতের নাইটএঙ্গেল তুমি
শ্রেষ্ঠ খেতাব পেলে।
তোমার কণ্ঠে ঝরে পড়তো
সহস্র হিরা মোতি,
বিদায়ের কালে অঞ্জলি লহ
ওগো সুরের সরস্বতী।
হৃদয়ের মাঝে বেজে বেজে ওঠে
শুধু আজ এই ধুনই
'এ মেরে বতন কে লোগো
জরা আঁখমে ভরলো পানি...'