শীত মানে খাবার মজা,
শীত মানে চড়ুই ভাতি,
শীত মানে আনন্দে ভ্রমণ।


না।


এটা আপনার শীত,
এটা আমাদের কল্পনাতীত ;
আমরা এই অসহ্য শীতে
ছেঁড়া কাঁথায় মাটিতে শুয়ে থাকি
ঝুপড়ির ঘরে।
আমরা বস্তায় ঢুকে পুটপাতে পড়ে থাকি অসহ্য রাতে।
আমরা গামছা গায়ে তুলসীতলায় আগুন জ্বেলে দিদার কাহিনী শুনি।।


শুনেছি লোক অসহ্য অনলে পুড়ে মরে,
আমরা অসহ্য শীতের জ্বালায় মরি।


আমরাও এক শীত আনন্দে কাটাতে পারি,
আপনাদের একদিনের বাড়তি আয়োজনে!


হে ঈশ্বর...... মানবিকতা বোধ জাগিয়ে তোল মানবের হৃদয়ে।।


রচনা
০৭/০১/২০১৮
নিজ গৃহ কুটির