"যুগ যুগ ধরে                 দাসীপনা করে
             দাসীত্বে হয়েছি লীন,
ভূস্বামী গৃহস্বামী                হয়েছেন দামী
             নারীরা হয়েছে হীন।"
এ সকল কথা                 দিয়েছেন বার্তা
           সে যে বেগম রোকেয়া,
নারী উদ্ধারেতে          প্রতিকূলতার স্রোতে
         পাড়ি দিয়েছে তার খেয়া।
সেই স্রোত ধারা               জাহ্নবীর পারা
           ছুটে চলেছে দিগদিগন্তে,
নর নারী আজ                 একটাই সমাজ
           বৈষম্যের হয়েছে অন্ত।
বোরখা ধারিনী             "অবরোধ বাসিনী"
          নিষেধাজ্ঞা হয়েছে দূর,
নারীর উন্নতি                  পেয়েছিল গতি
              প্রবন্ধ "মতিচূর"।
নারীর বিদ্যালয়            শিক্ষায় মুক্তি হয়
         পাবে "নারীর অধিকার",
কন্যা ভ্রুণ হত্যা                 বন্ধ পণ প্রথা
       এ রীতি ভেঙে হোক ছারখার।
ত্যাগী হীন মন               পুরুষের সমান
           উচ্চ করুক নারীর স্থান,
তবে সে শ্রদ্ধেয়া              বেগম রোকেয়া
          পূর্ণাতা পাবে তার মান।


আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিনে অশেষ শ্রদ্ধাঞ্জলী জানালাম।