রথের রশি টানলে সবাই
হাতে মিলিয়ে হাত,
পথের প্রান্তে রইল পড়ে
নিঃস্ব জগন্নাথ।
রথ টানতে লাগিয়ে দিলে
যত তোদের বল,
বাটি হাতে দাঁড়িয়ে ছিল
কুষ্ঠ রোগীর দল,
সেদিক তোদের নেইকো দৃষ্টি
তেলা মাথায় তেল
দিতেই পারো।ভাঙতে পারো
দুঃখীর মাথায় বেল।
ঠাকুর পেল দক্ষিণা আর
মুর্তি পেল ভোগ,
একটি পয়সার কাতর ছাড়া
নেইতো অভিযোগ।
পথ পরিস্কার করতে গিয়ে
দিচ্ছো তাদের ঠেলে,
দীনের মাঝে হরির বাস
শাস্ত্র এটাই বলে।
অসম্পুর্ণ কলেবরদের
সহানুভুতির তরে,
ঈশ্বরই এলেন ধরা ভূমে
বিকলাঙ্গ রূপ ধরে।