গণপতি আমার দাদুর নাম
গগন তলে বাস,
গাইয়া ঘি'তে গতর গড়েন
গায়েও বার মাস।
গতর খানি সাত ফুট লম্বা
গম্ভীর ভাব সদা,
গামছা পরে কাটালেন কাল
গালের দাড়ি সাদা।
গুণীজন লোকে বলেন তরে
জ্ঞানও আছে বেশ,
জ্ঞান দিয়ে জান নিজের খেয়ে
জ্ঞানেতেই পক্ক কেশ।
গাঁজাও ফুকেন মাঝে মধ্যে
গুঠখা চিবান মুখে,
গলাধঃকরণ করেন বিনা দাঁতে
গলগল করেন সুখে।
গান্ধীগিরি দাদুর স্বভাব
গরম হীন তার বাণী,
গডসের কুৎসা হমেসাই মুখে
গোরাদের নিন্দা শুনি।
গৃহিনী তার আমার দিদা
গন্ড গ্রামের নারী,
গাঁটছড়া হন দ্বিতীয় বারে
গছায়েছেন ভারি।
গাঁথা দাদুর গাইলাম আজি
গীতি কাব্যের ভাষ,
গণপতি আমার দাদুর নাম
গগন তলে বাস।