পদ্মাসনে বসলেই যদি
যোগ করা হয় তবে,
ডাক্তাররা সব উধাও হতো
রইতো না এই ভবে।
ঔষুধ দোকান বন্ধ হতো
পরীক্ষা নিরীক্ষা আগার,
করতে হতো নাকো এক্সরে
ভেঙ্গে গেলেও হাড়।
একটা দিনের যোগ দিবসে
আড়ম্বরের ভাব,
সারা বছর বেঘোর থেকে
জানি না কি হয় লাভ।
ভোর সকালে উঠেই হাঁটো
করো নিজের কাজ,
নিজের কাজ করতে গিয়ে
পেয়ো না যেন লাজ।
আসল যোগ তো তারাই করে
মাঠে-ঘাটে যারা খাটে,
চাষ আবাদে ব্যস্ত থাকে
ক্ষেতের মাটি কাটে।
চাষের কাজে লাঙ্গল চালায়
সকাল দুপুর সন্ধ্যে,
তারাই বেশী নিরোগ থাকে
তাতে নেইকো সন্দে।
চাষির ঘরের মহিলারা সব
ধান কাটে বোঝা আনে,
বছর বছর নিরোগ থাকে
কাজকেই যোগ মানে।
সবাই জানে চাষিদের হয় না
সুগার প্রেসার রোগ,
মাঠে ঘাটে খেটে কাজ করলেই
সারা বছর যোগ।