চাকরি আমার হয়েছে ডাস্টবিনে
সারাদিনই বোতল কুড়ানো কাজ,
বস্তা হাতে বেরোই প্রতিদিনে
ভ্রুক্ষেপ নেই যেমনই থাকুক সাজ।


বয়স আমার যদিও নয় বা বেশী
খিদের জ্বালায় তাতে-কিবা এসে যায়,
ভারের বোঝায় অবশ মাংস পেশী
দিনান্তে দুটো পয়সা তো দেখতে পায়।


চাকরি দিয়েছে আমারই বাপধনে,
যদিও আমার মন ছিল স্কুলে,
বিদ্যা পেলে লড়তাম জীবন রণে,
উদর খানাও ভরতো মিড ডে মিলে।


বাপের কথা.. "তোর যদি পেট ভরে,
উপোস থাকবে আরও তো চারজন।
খাবে টা কি? বাড়ন্ত চাল ঘরে,
দুটো দিদি, মা ও একটি বোন!"


অভাব ছিল চলছিল দুর্দিন,
বাপটা যেতো ট্রেনে হকারি করতে,
সুধবে বলে মহাজনের ঋণ,
পড়লো কাটা চলন্ত ট্রেন ধরতে।


বাপ মরে সব রাজ্যপাট ছাড়লো
আমারও হলো নবাবে পদোন্নতি
প্রজা পালনের দায় ঘাড়ে পড়লো
সেই থেকে আমি একচ্ছত্র অধিপতি।


২০/০৯/২০